এসডিআর বাস্কেটে চীনা মুদ্রার অনুপাত বেড়েছে: আইএমএফ
2022-05-16 16:45:00

মে ১৬: স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) বাস্কেটে চীনা মুদ্রা আরএমবি’র অনুপাত ১০.৯২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২.২৮ শতাংশে। গত ১১ মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কার্যনির্বাহী কমিটি এক নিয়মিত মূল্যায়নশেষে এ তথ্য জানিয়েছে। ২০১৬ সালে আরএমবি এসডিআর বাস্কেটে যুক্ত হবার পর এবারই প্রথম আইএমএফ এসডিআর পর্যালোচনা করলো।

কমিটি জানিয়েছে, এসডিআর বাস্কেটে মার্কিন ডলারের অনুপাত ৪১.৭৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৩.৩৮ শতাংশে। অন্যদিকে, ইউরো, জাপানি ইয়েন, ও পাউন্ড স্টার্লিং-এর অনুপাত যথাক্রমে ৩০.৯৩, ৮.৩৩ ও ৮.০৯ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে ২৯.৩১, ৭.৫৯ ও ৭.৪৪ শতাংশে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)