ফিনল্যান্ডে বিদ্যুৎসরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া
2022-05-15 18:06:25

মে ১৫: রাশিয়ার ইন্টার আরএও বিদ্যুৎআমদানি-রপ্তানি কম্পানির উত্তর ইউরোপীয় শাখা কম্পানি গতকাল (শনিবার) ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে।

ফিনল্যান্ডের গ্রিড পরিচালনা কম্পানি ফিনগ্রিড-এর পরিচালনা ব্যবস্থাপক টিমো কাউকোনেন জানান, রাতে রাশিয়া হঠাৎকরে ফিনল্যান্ডে বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দেয়। এর আগের দিন ইন্টার আরএও উত্তর ইউরোপীয় শাখা কম্পানি জানায়, শনিবার থেকে ফিনল্যান্ডে বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। কারণ, ৬ই মে থেকে ফিনল্যান্ড বিদ্যুতের বিল পরিশোধ করছে না।

এদিকে, ফিনগ্রিড জানিয়েছে দেশে বিদ্যুতের সংকট নেই। কারণ, রাশিয়ার বিদ্যুৎফিনল্যান্ডের মোট চাহিদার মাত্র ১০ শতাংশ পূরণ করে। ফিনল্যান্ডে রুশ বিদ্যুতের শূন্যতা পূরণ করতে সুইডেন থেকে আমদানি বাড়াতে পারে। (ইয়াং/আলিম/ছাই)