জাতিসংঘে যুক্তরাষ্ট্রের এক বিলিয়ন ডলার সদস্য-ফি বাকি পড়েছে
2022-05-15 17:02:20

মে ১৫: জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সদস্য-ফি বাকি পড়েছে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের। পাশাপাশি, বিশ্বব্যাপী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের চাদা বাকি আছে প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত মে মাসের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এক প্রেস ব্রিফিংয়ে এ সম্পর্কে বলেন, জাতিসংঘের মতো বহুপাক্ষিক প্রতিষ্ঠানে মার্কিন সদস্য-ফি বাকি পড়া নতুন কোনো ইস্যু নয়।  বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় যুক্তরাষ্ট্রের সদস্য-ফি বাকি পড়া এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা-দেশ এবং বৃহত্তম চাদা প্রদানকারী দেশ। এহেন দেশের সদস্য-ফি বছরের পর বছর বাকি পড়লে জাতিসংঘের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে বাধ্য। (ছাই/আলিম/ওয়াং হাইমান)