আজ সিপিসি’র কেন্দ্রীয় বৈদেশিক কর্ম-কমিশন প্রতিষ্ঠার চতুর্থ বার্ষিকী
2022-05-15 15:51:52

মে ৫: আজ (রোববার) ১৫ই মে হলো চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কর্ম-কমিশন প্রতিষ্ঠার চতুর্থ বার্ষিকী। চার বছর আগে এদিন সিপিসি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সিপিসি’র কেন্দ্রীয় কর্ম-কমিশনের প্রথম সম্মেলনে সভাপতিত্ব করেন।

বিগত চার বছরে জটিল ও পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতি এবং কোভিড-১৯ মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলা করে, চীন নিজস্ব বৈশিষ্ট্যময় বড় রাষ্ট্রের কূটনীতি অনুসরণ করেছে।

প্রথম সম্মেলনে সি চিন পিং বলেছিলেন, কূটনৈতিক ব্যবস্থাপনা জোরদার করতে হবে; দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ সুরক্ষা করতে হবে।

সম্প্রতি চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক একাডেমির অধ্যাপক ওয়াং ই ওয়েই বলেছেন, চীন দৃঢ়ভাবে অর্থনীতির বিশ্বায়নের পক্ষে কাজ করে আসছে। সি চিন পিং বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের উচিত বহুপক্ষবাদ অনুসরণ করা।

২০১৩ সালে সি চিন পিংয়ের উদ্যোগে ‘এক অঞ্চল, এক পথ’ সহযোগিতা চালু হয়। সাম্প্রতিক বছরগুলোয় এ উদ্যোগের আওতায় বহুপাক্ষিক সহযোগিতা অব্যাহতভাবে উন্নত হয়েছে। চীন বিশ্বের সাথে নিজের উন্নয়ন ও দেশ প্রশাসনের অভিজ্ঞতা শেয়ার করেছে।

এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ খবরে বলা হয়, চীন আগামী মাসে কম্বোডিয়ায় ‘দক্ষিণ চীন সাগর আচরণবিধি’ সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করবে। এটি দক্ষিণ চীন সাগরে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য আরও শক্ত নিশ্চয়তা দেবে।

চীন বরাবরই স্বাধীন ও শান্তিপূর্ণ কূটনীতি অনুসরণ করে আসছে। চীন দৃঢ়ভাবে নিজের উন্নয়ন, নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার পাশাপাশি, আন্তর্জাতিক আইন মেনে চলছে এবং অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা চালিয়ে যাচ্ছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)