পূর্ব আফ্রিকার প্রথম এক্সপ্রেসওয়ে চালু
2022-05-14 19:37:28

মে ১৪: কেনিয়ার নাইরোবি এক্সপ্রেসওয়ে আজ (শনিবার) চালু হয়েছে। চীনা কোম্পানি কর্তৃক নির্মিত এ এক্সপ্রেসওয়ে মোট ২৭.১ কিলোমিটার দীর্ঘ।

এক্সপ্রেসওয়েইটি জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর, নাইরোবি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, প্রেসিডেন্সিয়াল প্যালেস ও অন্যান্য এলাকাকে সংযুক্ত করেছে। এক্সপ্রেসওয়ে শহরের কেন্দ্রস্থলের ট্র্যাফিক জ্যাম অনেকটাই কমাবে। এতে ভ্রমণকারীদের সময় ও ব্যয় সাশ্রয় হবে।

কেনিয়ার পরিবহন, অবকাঠামো, আবাসন, নগর উন্নয়ন ও গণপরিকল্পনামন্ত্রী এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এটি হলো একটি ঐতিহাসিক প্রকল্প। কেনিয়া চীনের সঙ্গে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সুষ্ঠু সহযোগিতা চালিয়ে আসছে। এক্সপ্রেসওয়েটি কেনিয়ার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে। 

(ছাই/আলিম/ওয়াং হাইমান)