বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হবে না: পরিকল্পনামন্ত্রী
2022-05-14 19:36:47

ঢাকা, মে ১৪: বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে না বলে মন্তব্য করেছেন দেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশন গোলটেবিল আলোচনাটির আয়োজন করে।

‌যত ধরনের পরিসংখ্যান প্রয়োজন সব কিছু জনগণের সামনে নিয়ে বিবেচনা করার আহ্বান জানানো হবে বলে মন্তব্য করেন তিনি। এসময় রাজনৈতিক অস্থিরতা তৈরি না করার আহ্বান জানান মন্ত্রী। অস্থিরতা তৈরি হলে সবাই ক্ষতিগ্রস্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।

করোনা প্রতিরোধে বাংলাদেশের স্বাস্থ্যখাতে দেশের অনেক বড় কৃতিত্ব অর্জন হয়েছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, ১২১টি দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। কোভিড ম্যানেজমেন্টে বাংলাদেশের অর্জন অনেক বড়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য উন্নত দেশ হয়েও হিমশিম খেয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। এ অঞ্চলের আটটি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম হয়েছে বলে জানান তিনি।

তানজিদ/শান্তা