ইউক্রেনে সংঘাত শুরুর পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীদ্বয়ের প্রথম ফোনালাপ অনুষ্ঠিত
2022-05-14 17:44:50

মে ৬: রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সম্প্রতি টেলিফোনে কথা বলেন। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর এবারই প্রথম দুই প্রতিরক্ষামন্ত্রী পরস্পরের সঙ্গে কথা বললেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শোইগু ও অস্টিন ইউক্রেন পরিস্থিতিসহ বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।

আর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানান, ফোনালাপে রাশিয়াকে ইউক্রেনে অবিলম্বে চলমান সামরিক অভিযান বন্ধ করার তাগিদ দেন অস্টিন। তিনি দু’দেশের মধ্যে সামরিক বাহিনী পর্যায়ের যোগাযোগ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন। (ইয়াং/আলিম/ছাই)