রানা প্লাজা ট্রাজেডি: ৯ বছরেও অগ্রগতি নেই বিচারে
2022-05-14 19:24:32

ঢাকা, এপ্রিল ২৪: আজ শোকাবহ ২৪ এপ্রিল। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ট্রাজেডির ৯ বছর পূর্ণ হলো।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯টার দিকে ধসে পড়ে সাভারের রানা প্লাজা ভবন। ওই ঘটনায় ১ হাজার ১৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় ওই দুর্ঘটনা।

রানা প্লাজার ট্রাজেডির নয় বছর পেরিয়ে গেলেও এখনো আহত ও নিখোঁজ পরিবারের সদস্যদের  ক্ষতিপূরণ দেওয়া হয়নি। শনিবার বিকেলে ধসে পড়া রানা প্লাজার সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন শ্রমিক নেতা, রানা প্লাজার আহত ও নিহতদের স্বজনেরা । বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রমিক নেতার পাশাপাশি দুর্ঘটনায় আহত শ্রমিকরাও বক্তব্য রাখেন। রানা প্লাজার জায়গা অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবারের পুনর্বাসন এবং ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণা করার দাবি জানান তারা।

রানা প্লাজা ধসের ঘটনায় এ পর্যন্ত ভবনের মালিক রানা, তার পরিবার, সাভার পৌরসভার তৎকালীন মেয়রসহ বিভিন্ন জনের নামে পাঁচটি মামলা হয়। কিন্তু নয় বছর পেরিয়ে গেলেও এখনও দায়ীদের বিচারে কোনো অগ্রগতি নেই। এ ঘটনার মূল মামলার ছয় বছর আগে বিচার শুরু হলেও এখনও কোনো সাক্ষ্যগ্রহণই হয়নি।

হাশিম/শান্তা