জর্দান নদীর পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরাইল
2022-05-13 16:28:05

মে ১৩: গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলের বেসামরিক প্রশাসন ব্যুরোর উচ্চপদস্থ পরিকল্পনা কমিশন জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদি আবাসিক এলাকায় নতুন বাড়িঘর নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে। এতে ৪৩২০টি বাড়ি তৈরি করা হবে। এর মধ্যে ২৬৮৪টি ভবন নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে; আর ১৬৩৬টি ভবনের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।

জাতিসংঘের মধ্যপ্রাচ্য সমস্যা-বিষয়ক বিশেষ দূত এরপর ইসরাইলের এই পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলের আবাসিক এলাকার সম্প্রসারণ আচরণ ফিলিস্তিনের ভূমি ও প্রাকৃতিক সম্পদ দখল করেছে, ফিলিস্তিনি জনগণের অবাধ চলাচলের বাধা সৃষ্টি করেছে।

ফিলিস্তিন ও ইসরাইলের সম্পর্ক আরো অবনতি হওয়ার সময় ইসরাইল এমন সিদ্ধান্ত নিলো। মার্চ মাস থেকে ইসরাইলে বেশ কিছু হামলা হয়। এতে ১৯জন ইসরাইলি মারা গেছে। জবাবে ইসরাইলি সামরিক বাহিনী জর্দান নদীর পশ্চিম তীরে বড় ধরনের গ্রেফতার অভিযান চালায় এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ করে। এতে ২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

এ ছাড়া রমজান মাসে জেরুসালেমে ২ শতাধিক ফিলিস্তিনি ইসরাইলি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)