যুক্তরাষ্ট্র জাতিসংঘের ‘পুরানো নির্লজ্জ রাষ্ট্র’ হয়ে উঠেছে
2022-05-13 18:53:29

মে ১৩: জাতিসংঘ ও বহুপাক্ষিক প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের বকেয়া চাঁদা কোনো নতুন বিষয় না। কিছু মিডিয়া সেদেশকে জাতিসংঘের ‘পুরানো নির্লজ্জ রাষ্ট্র’ বলে অভিহিত করেছে। গত শতাব্দীর ৮০’র দশকে যুক্তরাষ্ট্র সারা বছরের বকেয়া তালিকার শীর্ষে ছিল। বকেয়া চাঁদার পরিমাণ ১০০ কোটি মার্কিন ডলার হয়েছে।

আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন এ কথা বলেন।

তিনি বলেন, বাইডেন সরকারের বহুপক্ষবাদে ফিরে আসা এবং নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা সুরক্ষা করার কথা ঘোষণা করলেও জাতিসংঘসহ বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর কাছে সদস্য ফি বকেয়া রাখে। যুক্তরাষ্ট্রের যত তাড়াতাড়ি সম্ভব বকেয়ে চাঁদা পরিশোধ করবে এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে বহুপক্ষবাদ রক্ষার প্রতিশ্রুতি পালন করবে বলে আশা করেন মুখপাত্র।

লিলি/তৌহিদ/শুয়ে