যুক্তরাষ্ট্রের উচিত কার্যকরভাবে বৈষম্য প্রতিকার করা: চীন
2022-05-13 11:17:01

মে ১৩: মার্কিন সরকার প্রকাশিত ইন্ডিয়ান বোর্ডিং স্কুল কলঙ্ক-সংক্রান্ত রিপোর্ট নিয়ে গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

 

নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে কার্যকরভাবে বৈষম্যের প্রতিকার এবং মানবাধিকারের মর্মান্তিক নাটকের পুনরাবৃত্তি রোধ করা।

 

চীনা মুখপাত্র বলেন, এই রিপোর্ট মার্কিন ইন্ডিয়ান বোর্ডিং স্কুলের আদিবাসী শিশুরা যে কি পরিমাণ  দুর্ব্যবহারের শোচনীয় শিকার হয়েছিল-তার অকাট্য দলিল। তাতে দেখা যায়, দেশের প্রতিষ্ঠাতা আদিবাসীদের বিবেকহীনভাবে বধ ও নিপীড়ন করা হয়েছিল।  

 

এই বোর্ডিং স্কুলের অন্ধকারাচ্ছন্ন ইতিহাস দেশটির ধারাবাহিক বৈষম্য ও মানবাধিকার সমস্যার হিমবাহের অগ্রভাগ মাত্র। এশিয়ান, আফ্রিকান, লাতিন-আমেরিকান ও মুসলমানসহ বিভিন্ন সংখ্যালঘু জনগণ এখনও মুক্ত নিঃশ্বাস নিতে বা নিরাপত্তা অর্জন করতে পারছে না। যুক্তরাষ্ট্রের উচিত এ বিষয়ে  কার্যকর ব্যবস্থা নিয়ে সত্যিকারভাবে সংখ্যালঘুদের ক্ষতচিহ্ন দূর করা।

 

(প্রেমা/এনাম/রুবি)