ভারতে এপ্রিল মাসে খুচরা মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭.৭৯ শতাংশে
2022-05-13 18:05:48

মে ১৩: ভারতের পরিসংখ্যান ও পরিকল্পনা বাস্তবায়ন মন্ত্রণালয় আজ (শুক্রবার) প্রকাশিত তথ্যে জানায়, রান্নার তেল ও জ্বালানির উচ্চ মূল্যের কারণে ভারতে এপ্রিল মাসে খুচরা মুদ্রাস্ফীতি ৭.৭৯ শতাংশ বেড়েছে।

 

আগের বিশ্লেষণে বলা হয়, ভারতে এপ্রিল মাসে মুদ্রাস্ফীতির হার (সিপিআই) ছিল প্রায় ৭.৫শতাংশ, যা মার্চ মাসের ৬.৯৫ শতাংশের তুলনায় বেশি। বর্তমানে ভারতের সামগ্রিক খুচরা মূল্যস্ফীতি টানা ৪ মাস ধরে ভারতের রির্জাভ ব্যাংকের সহনশীলতা সীমার ৬ শতাংশ উপরে রয়েছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)