বিশ্বে বিশৃঙ্খলা তৈরি হলে খুশি হয় যুক্তরাষ্ট্র: সিএমজি সম্পাদকীয়
2022-05-13 11:50:01

মার্চ ১৩: বিশ্বের একমাত্র সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি চরিত্র রয়েছে। লাভজনক হলে জনসাধারণের প্রাণকেও তারা উপেক্ষা করে। আর লাভজনক না হলে তারা আন্তর্জাতিক দায়িত্ব ও বড় দেশের দায়িত্বও পালন করে না। তবে যুদ্ধ চালাতে চাইলে বিপুল পরিমাণে পয়সা ব্যয় করতে পারে যুক্তরাষ্ট্র। গতকাল (বৃহস্পতিবার) চায়না মিডিয়া গ্রুপের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

 

সম্পাদকীয়তে বলা হয়েছে, গত ১০ মে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ইউক্রেন-সহায়তা প্রস্তাব পাশ হয়েছে। এ সহায়তা প্রস্তাবের মধ্যে সামরিক সহায়তার পরিমাণ ২৫ বিলিয়ন ডলার। তবে মধ্য আমেরিকার দেশগুলোর উন্নয়নের জন্য গত ৪ বছর ধরে বৈঠকের পরেও তাদের এক পয়সাও সাহায্য করেনি যুক্তরাষ্ট্র।

 

 সম্পাদকীয়তে বলা হয়েছে, জাতিসংঘের বৃহত্তম সদস্য-ফি দাতা দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত ১০০ কোটি ডলারের বেশি বকেয়া পড়েছে। গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট সংসদের কাছে ২০২৩ অর্থ বছরে যে বাজেট উত্থাপন করেছেন, তার মধ্যে সামরিক বাজেটের পরিমাণ ৮১.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

 

সম্পাদকীয়তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মনে করে, বিশৃঙ্খলা তাদের অর্থের উত্স। তাই দেশটি তার এমন কর্মকন্ডা বন্ধ না করলে বিশ্বে আরও জটিল ও কঠিন অবস্থা সৃষ্টি হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। (রুবি/এনাম/আকাশ)