তাইওয়ানের অংশগ্রহণের কারণে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মহামারী প্রতিরোধের ভিডিও শীর্ষসম্মেলনে অংশ নেবে না চীন
2022-05-13 17:12:27

মে ১৩: ঐক্যবদ্ধ ও বিজ্ঞানভিত্তিক মহামারী প্রতিরোধের সব প্রচেষ্টাকে স্বাগত জানায় চীন। মহামারীর অজুহাতে কোনো দেশের রাজনৈতিক কারসাজির বিরোধিতা করে চীন। আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন একথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র চীনের কঠোর অবস্থান উপেক্ষা করে ‘এক চীন নীতির’ আন্তর্জাতিক মতৈক্য লঙ্ঘন করে ‘দ্বিতীয় মহামারী প্রতিরোধের ভিডিও শীর্ষসম্মেলনে’ অংশ নিতে তাইওয়ানকে আমন্ত্রণ জানিয়েছে। তাই এতে অংশ নেবে না।

মুখপাত্র আরও বলেন, বর্তমানে নভেল করোনাভাইরাস মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। বিশ্বের বিভিন্ন দেশের উচিত সম্মিলিতভাবে এটি মোকাবিলা করা। চীন অব্যাহতভাবে আন্তর্জাতিক সমাজের সঙ্গে মহামারী অবসানে অবদান রাখবে।

লিলি/তৌহিদ/শুয়ে