বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা
2022-05-13 18:10:29

ঢাকা, মে ১৩: ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে কয়েক দিন ধরে রাজধানীসহ বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় চলে গেলেও আবারো সারা দেশে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল ৭টায় ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর জন্য আগামী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয় কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সাজিদ/রহমান