জাতিসংঘের অর্থ সংগ্রহ নিয়ে নিজের অবস্থান জানিয়েছে চীন
2022-05-13 16:44:36

মে ১৩: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধিদল গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম সম্মেলনের প্রশাসন ও বাজেট কমিটির দ্বিতীয় অধিবেশনে জাতিসংঘের অর্থ সংগ্রহ নিয়ে চীনের অবস্থান তুলে ধরেছে।

চীন মনে করে, জাতিসংঘ অব্যাহতভাবে অংশীদারি সম্পর্ক সৃজনশীল করা এবং শান্তিপূর্ণভাবে অর্থ সংগ্রহের চ্যানেল বাড়ানো উচিত্। বর্তমানে অর্থ সংগ্রহের যে কোনো পরিবর্তন ও সৃজনশীলতায় জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে নি। প্রধান অর্থ যোগানদাতা হিসেবে উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব কম নয়।

প্রতিনিধিদল জানায়, জাতিসংঘের দ্বিতীয় বৃহত্তম সদস্য ফি দাতা রাষ্ট্র হিসেবে চীন বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে ইতিবাচক ও সক্রিয়ভাবে সংশ্লিষ্ট আলোচনায় অংশ নিতে ইচ্ছুক।

লিলি/তৌহিদ/শুয়ে