মানবাধিকার পরিষদে ইউক্রেন ইস্যুতে বেইজিংয়ের অবস্থান তুলে ধরেন চীনা প্রতিনিধি
2022-05-13 14:28:30

মে ১৩: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইউক্রেন ইস্যুতে এক বিশেষ অধিবেশন আয়োজিত হয়েছে। জেনিভায় নিযুক্ত চীনা স্থায়ী প্রতিনিধি ছেন স্যু বিভিন্ন পক্ষকে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনায় বসানোর আহ্বান জানিয়েছেন, যাতে অভিন্ন বহুমুখী ও টেকসই নিরাপত্তার চিন্তাধারা নিয়ে বহুপক্ষবাদ বাস্তবায়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্তব্যের স্বাস্থ্যকর উন্নয়ন করা যায়।

 

চীনা প্রতিনিধি ছেন বলেন, ইউক্রেনসহ বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতাকে সম্মান করা উচিত, জাতিসংঘ সনদ ও নিয়ম মেনে চলা উচিত, বিভিন্ন দেশের নিরাপত্তার উদ্বেগও বিবেচনা করা প্রয়োজন। শান্তিপূর্ণ পদ্ধতিতে সংকট সমাধানে নেয়া পদক্ষেপকে সমর্থন করা প্রয়োজন।

 

তিনি আরো বলেন, ইউক্রেনের মানবিক সংকট মোকাবিলার সবপ্রস্তাবকে সমর্থন দেবে বেইজিং। বেসামরিক নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের, মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। ইউক্রেনে কয়েক দফা ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন।

 

আন্তর্জাতিক সমাজের উচিত রাশিয়া-ইউক্রেন সংকট মোকাবিলায় সহায়তা দেওয়া; বাধা সৃষ্টি বা উস্কানিমূলক আচরণ করা নয়।

 

সাম্প্রতিক বছরগুলোতে মানবাধিকার পরিষদে রাজনীতিকরণ ও ‘দ্বৈত মানদন্ড’ অনেক বেড়ে গেছে। কিছু কিছু দেশ ইচ্ছাকৃতভাবে অন্যান্য দেশের মানবাধিকার ইস্যুতে মিথ্যাচার করছে। অন্যান্য দেশের ওপর যুদ্ধ চাপিয়েছে। বিদেশে সামরিক অভিযান চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং শরণার্থী ও অভিবাসীদের অত্যাচারও দেখা দিয়েছে। ফলে মানবাধিকার পরিষদের ন্যায্যতা লঙ্ঘিত হয়েছে সংস্থার মর্যাদাও ক্ষতির মুখে পড়েছে। এমতাবস্থায় মানবাধিকার পরিষদকে সঠিকভাবে বহুপক্ষবাদে সমর্থন দেয়ার আহবান জানান তিনি। (সুবর্ণা/এনাম/রুবি)