চীন-ডেনমার্ক পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
2022-05-13 11:14:24

মে ১৩: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোদের সঙ্গে ফোনালাপ করেন।

 

কফোদ বলেন, ডেনমার্ক ও চীনের মধ্যে ব্যাপক অভিন্ন স্বার্থ আছে।  দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী। ডেনমার্ক চীনের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের ওপর গুরুত্ব দেয় এবং দুদেশের সবুজ যৌথ কর্ম-পরিকল্পনা সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করতে চায়।

 

ওয়াং ই বলেন চীন-ডেনমার্ক পারস্পরিক সম্মানের মনোভাব যথাসাধ্য মতভেদ সমাধান করে দুদেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের প্রবণতা চালিয়ে যাচ্ছে। চীন ডেনমার্কের সঙ্গে সুস্থ ও স্থিতিশীল চীন-ডেনমার্ক সম্পর্ক অব্যাহতভাবে এগিয়ে নিতে চায়।

 

ফোনালাপে দুপক্ষ ইউক্রেন সমস্যা নিয়েও মত বিনিময় করে।

  প্রেমা/এনাম