উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো কোভিড-১৯ রোগী পাওয়া গেছে
2022-05-12 15:20:35

মে ১২: উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তাসংস্থা আজ (বৃহস্পতিবার) জানায় যে, উত্তর কোরিয়ার জাতীয় জরুরি মহামারী প্রতিরোধ বিভাগ গত ৮ মে পিয়ংইয়ংয়ে জ্বরের উপসর্গযুক্ত কিছু রোগীর নমুনা পরীক্ষা করে দেখেছে যে, কিছু মানুষ ওমিক্রন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। বিশ্বের বিভিন্ন জায়গায় নভেল করোনাভাইরাস মহামারীর প্রকোপের পর এই প্রথম উত্তর কোরিয়ায় কোভিড-১৯ রোগী পাওয়া গেল।

উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টি আজ (বৃহস্পতিবার) জরুরিভাবে ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক ব্যুরোর এক সভা আয়োজন করেছে এবং জরুরি মহামারী প্রতিরোধব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সভায় কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং-উন নভেল করোনাভাইরাসের বিস্তার সম্পূর্ণভাবে বন্ধ করা, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা, দেশজুড়ে শহর ও জেলায় সম্পূর্ণ লকডাউনের জন্য জরুরি পদক্ষেপ নিয়েছে। একটি ‘ক্লোজড লুপ’ অবস্থায় ব্যবসা ও উত্পাদন কার্যক্রম চালানো উচিত্ বলে তিনি উল্লেখ করেছেন। তা ছাড়া, তিনি স্বাস্থ্য বিভাগ এবং জরুরি মহামারী প্রতিরোধ বিভাগের প্রতি কঠোর হওয়া এবং নিবিড় স্ক্রিনিং, পর্যবেক্ষণ ও চিকিত্সামূলক পদক্ষেপের অনুরোধ করেছেন।

লিলি/তৌহিদ/শুয়ে