মার্কিন সহযোগিতার আড়ালে চীনের মূল স্বার্থে হস্তক্ষেপ করা যাবে না
2022-05-12 19:36:42

 মে ১২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র সহযোগিতার আড়ালে চীনের মূল স্বার্থে হস্তক্ষেপ করতে পারে না।

তিনি বলেন, এক-চীন নীতি হলো আন্তর্জাতিক সমাজের সর্বজনীন ঐকমত্য এবং আন্তর্জাতিক সম্পর্কের সর্বজনীনভাবে স্বীকৃত আদর্শ। যুক্তরাষ্ট্রের উচিত ‘এক-চীন নীতি’ এবং ‘চীন-মার্কিন যৌথ ইস্তাহার’ মেনে চলা, তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি মেনে চলা এবং বাইডেনের ‘তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন না-করা’র প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।

 

যুক্তরাষ্ট্র-আসিয়ান শীর্ষসম্মেলন প্রসঙ্গে মুখপাত্র বলেন, এ অঞ্চলের বাইরের একটি দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করা; এই অঞ্চলের সংহতি ও সহযোগিতা ক্ষুণ্ণ করা উচিত নয়। (জিনিয়া/তৌহিদ/শুয়েই)