‘অটল থাকবে চীন-পাকিস্তান বন্ধুত্ব’
2022-05-12 14:16:56


মে ১২, সিএমজি বাংলা ডেস্ক: যে কোন একটি বিশেষ ঘটনায় চীন-পাকিস্তান বন্ধুত্ব ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। 

বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির সঙ্গে অনলাইন বৈঠকে এ কথা বলেন তিনি। চীন ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রজন্মের পর প্রজন্ম অব্যাহত থাকবে বলেও মনে করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। 

দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব সময়ের ব্যবধানে প্রমাণিত মন্তব্য করে তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার যে কোন অপচেষ্টা ব্যর্থ হবে। 

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বরাবরের মতোই সামনের দিনগুলোতেও সার্বভৌমত্ব সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা ও আত্মমর্যাদা বোধ বজায় রাখা এবং জাতীয় উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের যে কোন উদ্যোগকে সমর্থক করে যাবে চীন।” 

একইসঙ্গে চীনের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পাকিস্তানকে পাশে চান ওয়াং ই। এ সময় পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জানান, ওয়াং ই’র সঙ্গে বৈঠক ফলপ্রসু হয়েছে। 

তিনি বলেন, “পাকিস্তানের সরকারি ও বিরোধী দল উভয়ই দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে তাদের সমর্থন ব্যক্ত করেছে।” 

তাইওয়ান, সিনচিয়াং, তিব্বত ও দক্ষিণ চীন সাগরের মতো ইস্যুতে পাকিস্তান এক চীন নীতি অনুসরণ করে বলেও জানান বিলওয়াল ভুট্টো। একইসঙ্গে চীন-পাকিস্তান করিডোর নির্মাণসহ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে পাকিস্তান পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেও জানান তিনি। বৈঠকে দুই দেশের নাগরিকদের নিরাপত্তার নানা দিক নিয়েও আলোচনা হয়। 

সাজিদ/আনন্দী 

তথ্য ও ছবি: সিজিটিএন