সর্বনিম্ন সামাজিক মূল্যে স্বল্প সময়ে মহামারী নিয়ন্ত্রণ করছে চীন
2022-05-12 11:12:57

মে ১২: গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে চীনের মহামারী প্রতিরোধ নীতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সংশ্লিষ্ট ব্যক্তির মন্তব্যের জবাব দিয়েছেন।

 

তিনি বলেন, চীনের গতিশীল শূন্য-কোভিড নীতির মানে আক্রান্তের সংখ্যা শুন্যে নামিয়ে আনা নয়, বরং সর্বনিম্ন সামাজিক মূল্যে স্বল্প সময়ে মহামারী নিয়ন্ত্রণ করে সর্বাধিক মাত্রায় জনগণের স্বাস্থ্য ও স্বাভাবিক উত্পাদন ও জীবনযাপন নিশ্চিত করা। যাতে ১.৪ বিলিয়ন চীনা জনগণের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্য কার্যকরভাবে রক্ষা করা যায়।

 

চীন বিশ্বে মহামারী প্রতিরোধে সবচেয়ে সফল দেশগুলোর অন্যতম। এটা আন্তর্জাতিক সমাজের সর্বজনবিদিত বাস্তবতা। গতিশীল শূন্য-কোভিড নীতির একমাত্র লক্ষ্য হলো সর্বাধিক মাত্রায় জনগণের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি সুষ্ঠু প্রতিরোধ কার্যকারিতায় অর্থনৈতিক সমাজের ধারাবাহিক, সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করা। চীনের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ যুদ্ধ জয় করে, বিশ্বে ঐক্যবদ্ধে মহামারী প্রতিরোধের জন্য আরো বড় অবদান রাখার ব্যাপারে পুরোপুরি আস্থা রয়েছে।

 

(প্রেমা/এনাম/রুবি)