ডেসটিনির এমডি রফিকুলের ১২ বছরের কারাদণ্ড
2022-05-12 18:18:28

ঢাকা, মে ১২: বাংলাদেশের আলোচিত মানিলন্ডারিং মামলায় মাল্টি লেভেল মার্কেটিং প্রতিষ্ঠান ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। এর আগে গেল ২৭ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত।

গ্রাহকদের ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে ২০১৪ সালের ৪ মে মামলার চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটে কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জনকে আসামি করা হয়। আসামীদের মধ্যে এখনো পলাতক রয়েছেন ৩৯ জন।

তানজিদ/সাজিদ