চীনের ‘জৈব অর্থনীতির’ পাঁচশালা পরিকল্পনা প্রকাশিত হয়েছে
2022-05-12 19:39:32

 

মে ১২: চীনের প্রথম পাঁচশালা পরিকল্পনা ‘চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা (২০২১-২০২৫)’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, একটি জাতীয় জৈবপ্রযুক্তি কৌশলগত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তি গড়ো তোলা এবং জৈব অর্থনৈতিক উন্নয়নের বাধা দূর করার ক্ষেত্রে জোর দিয়েছে।

 

আগামীতে চীন জৈব-অর্থনীতি উদ্ভাবন ক্ষমতা, বায়ো-মেডিকেল প্রযুক্তি জনগণের জন্য কল্যাণকর, জৈব-শক্তি শিল্প প্রদর্শনসহ বিভিন্ন দিক থেকে জৈব-অর্থনীতির স্তম্ভ শিল্প হিসেবে উন্নত করবে। ২০২৫ সালের মধ্যে চীনের জৈব-প্রযুক্তি এবং জৈব-শিল্প জনগণের স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, জ্বালানি সম্পদ নিরাপত্তা, গ্রামীণ পুনরুজ্জীবন এবং সবুজ উন্নয়নে ব্যাপকভাবে সহায়ক হবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)