আজ আন্তর্জাতিক নার্স দিবস
2022-05-12 11:11:25

মে ১২: আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক নার্স দিবস। ‘নার্সদের যত্ন নিয়ে জনগণের স্বাস্থ্য রক্ষা করা’ প্রতিপাদ্যকে ধারন করে এবার সারা চীনে পালিত হচ্ছে দিবসটি।

 

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, গত একদশক ধরে চীনে নার্সের সংখ্যা প্রতিবছর ৮ শতাংশ হারে বেড়েছে। ২০২১ সালের শেষ নাগাদ চীনে নার্সের সংখ্যা ছিল ৫০ লাখ ১৮ হাজার। এছাড়া, নার্সদের সামগ্রিক গুণাবলী ও পেশাগত দক্ষতা অব্যাহতভাবে বাড়ছে। পরিষেবার ক্ষেত্রও অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে।

 

সম্প্রতি প্রকাশিত চতুর্দশ পাঁচশালা পরিকল্পনার ‘জাতীয় পরিচর্যা উন্নয়ন পরিকল্পনা’ অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত চীনে নার্সের মোট সংখ্যা ৫৫ লাখে পৌঁছাবে।

 

মহামারী প্রতিরোধ পরিস্থিতি এখনো কঠোর ও জটিল। তবে হাসপাতালের নার্স ও কমিউনিটির পরিচর্যা কর্মীরা তাদের বাস্তব কর্মে নাইটিঙ্গেল স্পিরিট অনুশীলন করছেন।

 

(প্রেমা/এনাম/রুবি)