লাতিন আমেরিকায় ‘মনরোইজম’-এর বাজার আর নেই: চীন
2022-05-11 11:09:21

মে ১১: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, লাতিন আমেরিকায় ‘মনরোইজম’-এর বাজার আর নেই। তাই যুক্তরাষ্ট্রকে এই নীতি বিশ্বের অন্য জায়গায় বাস্তবায়নের চেষ্টা করা উচিত নয়।

 

গত মাসে মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ব্রায়ান নিকোলস বলেন, যুক্তরাষ্ট্র কিউবা, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার নেতাদের জুন মাসে লস এ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত আমেরিকান দেশগুলোর শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানায়নি।

 

চীনা মুখপাত্র বলেন, আগামী বছর হচ্ছে যুক্তরাষ্ট্রের ‘মনরোইজম’উত্থাপনের দুইশ’বছর। যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকাকে নিজের পিছনের বাগান হিসেবে ইচ্ছা মতো তর্জন-গর্জন করে শাসন করে। আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমাজ ও আঞ্চলিক দেশগুলোর বিরোধিতা উপেক্ষা করে, আংশিক লাতিন আমেরিকান দেশের ওপর একতরফা অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি এতদঞ্চলের দেশগুলোর অন্য দেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে উন্নয়ন অন্বেষণের সঠিক আচরণের মুখে মিথ্যা অপবাদ ও কালিমা লিপ্ত করছে। যুক্তরাষ্ট্রের উচিত লাতিন আমেরিকান দেশের স্বার্বভৌমত্বকে সম্মান করে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিধি মেনে চলা।

 

(প্রেমা/এনাম/রুবি)