সবুজ বিনিয়োগ চীনের প্রধান প্রবৃদ্ধির চালিকাশক্তি হবে: ব্রিকস ব্যাংকের কর্মকর্তা
2022-05-11 18:46:47

মে ১১: সুইজারল্যান্ডে ‘সেন্ট গ্যালেন আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম’ চলাকালীন ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনবিডি)-এর ভাইস পরিচালক লেসলি মাসডর্প সিনহুয়া বার্তা সংস্থাকে একান্ত সাক্ষাত্কারে বলেন, সবুজ বিনিয়োগ ও টেকসই উন্নয়ন চীনের ভবিষ্যত উন্নয়নের প্রধান চালিকাশক্তি হবে।

 

মাসডর্প বলেন, গত দুই বছরে কোভিড-১৯ মহামারী এবং মহামারী প্রতিরোধ ব্যবস্থার কারণে সারা বিশ্বের বেশিরভাগ অঞ্চল ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছে, কিন্তু চীনের অর্থনীতি ২০২০ ও ২০২১ সালে ভালো ছিল।

মাসডর্প মনে করেন, চীনের অর্থনীতি এগিয়ে নেওয়ার চালিকাশক্তি এখনও শক্তিশালী এবং সবুজ ও টেকসই উন্নয়ন একটি মূল কারণ। “চীন নতুন শিল্প উন্নত করছে, যা পরবর্তী পর্যায়ে প্রবৃদ্ধি এগিয়ে নেবে।”

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)