ব্রিক্স দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের ভিডিও অধিবেশন অনুষ্ঠিত
2022-05-11 10:23:43

মে ১১: গতকাল (মঙ্গলবার) ব্রিক্স দেশগুলোর পালাক্রমিক চেয়ারম্যান হিসেবে দ্বাদশ পর্যায়ের ব্রিক্সভুক্ত দেশের স্বাস্থ্যমন্ত্রীদের এক ভিডিও অধিবেশন আয়োজন করেছে চীন।

তাতে ব্রিক্স দেশগুলোতে ব্যাপক সংক্রামক রোগের প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা চালুর ব্যাপারে একমত হন স্বাস্থ্যমন্ত্রীরা। অধিবেশনে ‘দ্বাদশ ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রীদের ঘোষণা’ গৃহীত হয়েছে।

অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা কোভিড-১৯ মহামারীর নিয়ন্ত্রণ এবং গণস্বাস্থ্য ব্যবস্থার গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

চীনের রাষ্ট্রীয় স্বাস্থ্য কমিশনের পরিচালক মা সিয়াও ওয়ে চীনের মহামারী প্রতিরোধ ব্যবস্থা ও নির্দিষ্ট নিয়ন্ত্রণের পদ্ধতি তুলে ধরে বলেন, এসব ব্যবস্থার মাধ্যমে দেশের মহামারী নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক উন্নয়নে সচেষ্ট রয়েছে চীন।

তিনি আরো বলেন, এ পর্যন্ত বিশ্বের ১২০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে ২২০ কোটি ডোজেরও বেশি কোভিড-১৯ টিকা সরবরাহ করেছে চীন এবং অনেক দেশের কাছে মহামারী প্রতিরোধ ও চিকিত্সা সামগ্রী ও চিকিত্সক দল পাঠিয়েছে বেইজিং।

অধিবেশনে ব্রিক্স দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে মহামারী প্রতিরোধে চেষ্টা করার আহ্বান জানায় বেইজিং।

 

(সুবর্ণা/এনাম/রুবি)