জবরদস্তিমূলক মার্কিন কূটনীত বৈশ্বিক উন্নয়নকে রুখতে পারবে না: চীন
2022-05-11 11:04:36

মে ১১: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সম্প্রতি গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফ্রেন্ডস গ্রুপ-এর উর্ধ্বতন পর্যায়ের এক ভিডিও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ সম্মেলনে অংশগ্রহণে বাধা দিয়েছে।

 

এ প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেন,  এটা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সমাজের টেকসই উন্নয়ন ত্বরান্বিতকরণের চেষ্টাকে নষ্ট করার জবরদস্তিমূলক কূটনীতির এক অনন্য উদাহরণ। পাশাপাশি, এটি উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নকে তোয়াক্কা না করে কেবল মার্কিন আধিপত্য রক্ষার প্রমাণ।

 

তিনি বলেন, ‘জবরদস্তিমূলক কূটনীতি’ বিভিন্ন দেশের জনগণের অভিন্ন উন্নয়নের অবিরাম সাধনাকে পরিবর্তন করতে পারবে না। মার্কিনীরা এভাবে বিভিন্ন পক্ষের আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা জোরদার ও মানবজাতির উন্নয়ন ত্বরান্বিত করার ঐতিহাসিক গতিধারাকেও রুখতে পারবে না।

 

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক উন্নয়ন প্রবণতা উপলব্ধি করে বিশ্বের উন্নয়ন এবং বিভিন্ন দেশের জনগণের স্বার্থের অনুকূলে কাজ করার তাগিদ দেয় চীন।

 

(প্রেমা/এনাম/রুবি)