তাইওয়ান ইস্যুতে মার্কিন উস্কানি অগ্রহণযোগ্য: চীনা মুখপাত্র
2022-05-11 10:24:38

মে ১১: সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ‘মার্কিন-তাইওয়ান সম্পর্কের তথ্য তালিকা’ পুনরায় সংশোধন করা হয়েছে। এ প্রসঙ্গে গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান জোর দিয়ে বলেন যে, ইতিহাসকে সংশোধন এবং বাস্তবতাকে নাকচ করা যায় না।

 

বিশ্বে একটি মাত্র চীন দেশ রয়েছে। আর তাইওয়ান হচ্ছে চীনের ভূভাগের অবিচ্ছেদ্য অংশ। গণপ্রজাতন্ত্রী চীন সরকার হচ্ছে একমাত্র বৈধ সরকার। এটিই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিধান মতে আন্তর্জাতিক সমাজের মতৈক্য।

 

তিনি আরো বলেন, চীন-মার্কিন তিনটি ইশতাহারে তাইওয়ান ইস্যু ও একচীন নীতি নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। বর্তমানে মার্কিন-তাইওয়ান সম্পর্কের তথ্য তালিকা সংশোধন করা একচীন নীতির লঙ্ঘন। তাইওয়ান ইস্যুতে মার্কিনীদের উস্কানিমূলক অপচেষ্টা আগুন নিয়ে খেলার মতো, যা তাদের নিজেকে পুড়িয়ে ফেলবে।

 

তাইওয়ান ইস্যুতে মার্কিন পক্ষের উচিত চীনের কাছে দেওয়া প্রতিশ্রুতি মেনে চলা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে প্রেসিডেন্ট জো বাইডেনের ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন না দেওয়া’র প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং তাইওয়ান ইস্যুর অপব্যবহার করে চীনকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা বন্ধ করতে হবে। (সুবর্ণা/এনাম/রুবি)