গ্রামীণ পুনরুদ্ধারে গোলাপের ভূমিকা
2022-05-10 10:13:27

মে ১০: গত ২ মে চীনের হ্য নান প্রদেশের নান ইয়াং শহরের তু চুয়াং গ্রামের বাসিন্দা সু ইয়ান পিং ও ছেং ওয়ে নাকে গোলাপের কুঁড়ি বাছাই করতে দেখা গেছে।

 

গোলাপ ফুল শুধু সেখানকার পরিবেশকে সুন্দর করেনি, বরং খাবার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। গ্রামটিতে গোলাপ বাগান, গোলাপ ভোজনালয়, ও গোলাপ উপভোগের জন্য হোমস্টে গড়ে তোলা হয়েছে, যা অনেক পর্যটককে আকর্ষণ করছে। ফলে স্থানীয়দের আয়ও অনেক বেড়েছে। (রুবি/এনাম/আকাশ)