থিয়ানচৌ ৪নং মালবাহী মহাকাশযান চীনের মহাকাশ স্টেশনের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়েছে
2022-05-10 18:04:43

মে ১০: চীনের থিয়ানচৌ ৪নং মালবাহী মহাকাশযান উৎক্ষেপণের পর নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে। বেইজিং সময় আজ (মঙ্গলবার) সকাল ৮টা ৫৪ মিনিটে স্বয়ংক্রিয় সংযোগ পদ্ধতিতে থিয়ানচৌ ৪নং সফলভাবে মহাকাশ স্টেশন থিয়ান হ্য-এর কোর মডিউলের সঙ্গে সংযুক্ত হয়েছে।

জানা গেছে, থিয়ান চৌ ৪নং মালবাহী মহাকাশযানে শেনচৌ ১৪নং মিশনের তিনজন নভোচারীকে মহাকাশে ছয় মাস থাকার জন্য প্রয়োজনীয় জিনিস, পরীক্ষার ব্যবস্থা, নমুনাসহ বিভিন্ন সামগ্রী রাখা আছে।

থিয়ানচৌ ৪নং মালবাহী মহাকাশযানটি চীনের মহাকাশ স্টেশন নির্মাণ খাতের প্রথম মহাকাশযান। যা পরবর্তী শেনচৌ ১৪নং মিশনের ভিত্তি স্থাপনকারী এক গুরুত্বপূর্ণ মিশন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)