খরা ও জমির টেকসই পরিচালনা বিষয়ক শীর্ষসম্মেলনে ওয়াং ই
2022-05-10 18:00:48

মে ১০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর বিশেষ প্রতিনিধি, চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে ভিডিও লিঙ্কের মাধ্যমে খরা ও জমির টেকসই পরিচালনা বিষয়ক শীর্ষসম্মেলনে অংশ নিয়েছেন।

ওয়াং ই বলেন, করোনাভাইরাসের মহামারি শুরু হলে উন্নয়নশীল দেশের অর্থনীতি ও জীবিকার উপর গুরুতর চ্যালেঞ্জ দেখা দেয়। দরিদ্রতা ও মরুকরণ প্রতিরোধে আন্তর্জাতিক সমাজের সহযোগিতা দরকার। এজন্য চীন তিনটি প্রস্তাব দিয়েছে।

প্রথমত, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। উন্নয়নশীল দেশ, বিশেষ করে আফ্রিকার খরা ও মরুকরণ ভয়াবহ। আন্তর্জাতিক সমাজের উচিত এতে সাহায্য করা।

দ্বিতীয়ত, সবুজ উন্নয়নে অবিচল থাকা।

তৃতীয়ত, কার্যকরভাবে আন্তর্জাতিক নিয়ম সুসংহত করা।

ওয়াং ই বলেন, চীন যৌথভাবে সবুজায়ন ‘এক অঞ্চল, এক পথ’ নির্মাণ করা এবং আফ্রিকার সঙ্গে যৌথভাবে সবুজ আফ্রিকা নির্মাণে আগ্রহী চীন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)