এবার ইউক্রেন সফর করেছেন কানাডার প্রধানমন্ত্রী
2022-05-09 10:42:48

মে ৯: গতকাল (রোববার) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেন সফরে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন ট্রুডো ও জেলেনস্কি বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন।

সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী  ইউক্রেনকে ৪ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করেন। এ অর্থ ড্রোন ক্যামেরা, এইচডি স্যাটেলাইট চিত্র এবং অস্ত্র কেনায় ব্যয় হবে।  

তাছাড়া, ইউক্রেনের খাদ্যশস্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব খাদ্যশস্য পরিকল্পনা বিভাগকে আরো ২ কোটি মার্কিন ডলার দেবে কানাডা।

 

প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, ইউক্রেনীয় পণ্যের উপর থেকে আমদানি শুল্ক এক বছরের জন্য বাতিলের বিষয়টি বিবেচনা এবং রাশিয়ার ওপর আরো বেশি শাস্তি আরোপ করবে কানাডা।

ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এদিন কিয়েভে ইউক্রেনকে কানাডার সামরিক সহায়তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন জেলেনস্কি ও ট্রুডো। দু’জন একসাথে জি-সেভেন গোষ্ঠীর নেতৃবৃন্দের ভিডিও বৈঠকে উপস্থিত ছিলেন।

(সুবর্ণা/এনাম/রুবি)