বিশ্ব প্রশাসনে এশিয়ার ভূমিকা বাড়াতে ইচ্ছুক চীন: ওয়াং ই
2022-05-09 14:47:47

মে ৯: গতকাল (রোববার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোনের সঙ্গে এক ভিডিও বৈঠকে মিলিত হন।

 

ওয়াং ই বলেন, বর্তমানে বিশ্ব শান্তি ঝুঁকিতে আছে এবং উন্নয়ন কঠিন সময়ে পড়েছে। বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্ব উন্নয়ন উদ্যোগ ও বিশ্ব নিরাপত্তা উদ্যোগ প্রস্তাব দিয়েছেন। আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে এশীয় দেশগুলো, তাতে ব্যাপক সমর্থন দিয়েছে।

 

তিনি বলেন, আগামী মাস থেকে ধারাবাহিকভাবে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড ব্রিকস নেতাদের বৈঠক, পূর্ব এশিয়া সহযোগিতা নেতাদের ধারাবাহিক সম্মেলন, জি-২০ শীর্ষ সম্মেলন এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতি সহযোগিতা সংস্থার নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলনের আয়োজন করবে চীন।

 

তিনি বলেন, এসবের মধ্য দিয়ে বিশ্ব প্রশাসন “এশিয়া মুহূর্তে” প্রবেশ করবে। এশিয়া নেতৃত্বের ভূমিকা পালন করুক-সেই প্রত্যাশা করে আন্তর্জাতিক সমাজ।

 

কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে এশিয়ার শান্তি ও উন্নয়ন প্রচেষ্টায় বহু পক্ষবাদে অবিচল থাকার ইতিবাচক সংকেত, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার অবদান বাড়াতে ইচ্ছুক চীন।

 

(প্রেমা/এনাম/রুবি)