‘ভোজ্যতেল ব্যবসায়ীরা কথা রাখেনি’
2022-05-09 18:02:47

ঢাকা, মে ০৯: ভোজ্যতেল নিয়ে ব্যবসায়ীরা তাদের দেওয়া কথা রাখেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ব্যাবসায়ীদের বলা হয়েছিলো রমজানকে সামনে রেখে তারা যেন তেলের দাম না বাড়ায়। কিন্তু তারা সেই কথা রাখেনি।

টিপু মুনশি বলেন, তেলের সিন্ডিকেটের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। রিটেইলার, ডিলাররা সুযোগটা নিয়েছে। রিটেইলার থেকে ডিলার পর্যায়ে কেউ যাতে সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। মন্ত্রী জানান, আগামী জুন মাস থেকে ১ কোটি পরিবারকে টিসিবির পণ্য দেয়া হবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। কেউ বলছে না গ্লোবাল মার্কেটে তেলের দাম কতটা বেড়েছে। দাম বেড়েছে সেটা সত্য, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে সেটাও সত্য। কিন্তু কারণটা জানালে মানুষ বুঝতে পারে। তেলের ক্ষেত্রে ৯০ শতাংশ বাইরের প্রতি নির্ভরশীল থাকতে হয় বলে মন্তব্য করেন তিনি।

অভি/ সাজিদ