সিরিয়ায় ৬৫ লাখেরও বেশি শিশুর সহায়তা প্রয়োজন: ইউনিসেফ
2022-05-09 15:54:42

মে ৯: জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) গতকাল (রোববার) জানায় যে, এখন সিরিয়ায় মোট ৬৫ লাখেরও বেশি শিশুর সহায়তা প্রয়োজন; যা সিরিয়া সংকটের ১১ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সংকট এখনও চলছে। এ বছরের প্রথম তিন মাসে মোট ২১৩টি শিশু সংঘর্ষে হতাহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোতে প্রায় ৫৮ লাখ শিশুর সাহায্য প্রয়োজন। খাদ্যসহ মৌলিক জীবনযাত্রার উপকরণের ক্রমবর্ধমান দামের কারণে অনেক পরিবারের জীবন কষ্টকর হয়ে পড়েছে।

 

ইউনিসেফ জানায়, শিশু সহায়তার প্রয়োজন বাড়ছে এবং মানবিক অভিযানে প্রয়োজনীয় পুঁজির পরিমাণ হ্রাস পাচ্ছে। বিভিন্ন পক্ষকে সমর্থন দেওয়া এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজনৈতিক পরিকল্পনায় উপনীত হওয়ার মাধ্যমে সিরীয় সংকটের সমাধান করার আহ্বান জানায় ইউনিসেফ। লিলি/তৌহিদ/শুয়ে