যে কোনো মুহূর্তে গতি বদলাতে পারে ‘অশনি’
2022-05-09 18:13:20

ঢাকা, মে ৯: বাংলাদেশের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। তবে ঘুর্ণিঝড়টির বর্তমান গতিপথ অনুযায়ী এটি ভারতের উপকূলে আছড়ে পড়তে পারে। আপাতত বাংলাদেশ শঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বর্তমানে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্থানীয় গণমাধ্যমগুলোকে জানান, ঘূর্ণিঝড় অশনির আগামী ২৪ ঘণ্টা শক্তি সঞ্চয় অব্যাহত থাকতে পারে। আগামীকাল থেকে ধীরে ধীরে দুর্বল হতে পারে।

মিম/সাজিদ