কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
2022-05-09 11:01:00

মে ৯: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (রোববার) কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোনের সঙ্গে ভিডিও বৈঠকে মিলিত হয়েছেন।

 

ওয়াং ই বলেন, বর্তমানে বিশ্ব শান্তি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীণ হচ্ছে। মানব জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্ব উন্নয়ন উদ্যোগ, বিশ্ব নিরাপত্তা উদ্যোগ উত্থাপন করেছেন, যা আরও সমতাসম্পন্ন ও উপযোগী বিশ্ব প্রশাসন ব্যবস্থা গঠনের জন্য চীনা প্রস্তাব প্রদান করেছে।

 

তিনি বলেন, চীন আসিয়ানের সঙ্গে দুটি উদ্যোগ বাস্তবায়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি ও উন্নয়ন রক্ষা করতে ইচ্ছুক।

 

প্রাক সোখোন বলেন, দুটি উদ্যোগ খুব গুরুত্বপূর্ণ বলে কম্বোডিয়া মনে করে। চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক তাঁর দেশ।

 

রুবি/এনাম