রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে জি-৭
2022-05-09 11:00:21

মে ৯: জি- সদস্যরা আগামিতে রাশিয়া থেকে তেল আমদানি কমানো বা বন্ধ করাসহ দেশটির জ্বালানির ওপর নির্ভরতা থেকে মুক্তি পাওয়ার প্রতিশ্রুতি দেবে বলে গতকাল (রোববার) জানিয়েছে

একই দিন জি--এর নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভিডিও সম্মেলনের পর এক বিবৃতিতে প্রদান করেন।

 

বিবৃতিতে তাঁরা বলেন, বিভিন্ন পক্ষ উল্লিখিত ব্যবস্থা যথা সময়ে সুশৃঙ্খলভাবে কার্যকর নিশ্চিত করার পাশাপাশি যথেষ্ঠ সময় নিয়ে বিকল্প জ্বালানি সরবরাহ খুঁজে বের করবে।

 

বিবৃতি অনুযায়ী, জি- ইউক্রেনকে ২৪ বিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্তি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনকে সামরিক সাহায্য দিতে থাকবে এবং তথ্য, অর্থনীতি জ্বালানী নিরাপত্তায় ইউক্রেনের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করবে

আগামী কয়েক সপ্তাহে জি- ইউক্রেন সরকার আন্তর্জাতিক অর্থসংস্থার সঙ্গে ইউক্রেনের দীর্ঘমেয়াদী পুনরুদ্ধার পুনর্গঠন সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করবে

 

(প্রেমা/এনাম/রুবি)