চলতি বছরের ‘বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে’ তাইওয়ানের অংশগ্রহণে রাজি নয় চীন
2022-05-09 19:10:31

মে ৯: আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থায় চীনের তাইওয়ান অঞ্চলের অংশগ্রহণের বিষয়টি ‘এক চীন নীতির’ আলোকে বিবেচনা করা উচিত্। জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাব এবং বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ২৫.১ নং প্রস্তাব এই মৌলিক নীতি নিশ্চিত করেছে। তাই তাইওয়ানের অংশগ্রহণের বিষয়ে চীন সম্মত নয়।

মুখপাত্র বলেন, তাইওয়ানের ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির ক্ষমতা গ্রহণের পর থেকে, এটি তার রাজনৈতিক ষড়যন্ত্রকে তাইওয়ানের ওপর প্রাধান্য দিয়েছে, একগুঁয়েভাবে ‘স্বাধীন তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী অবস্থানকে মেনে নিয়েছে এবং ‘১৯৯২ সালের ঐকমত্য’ অস্বীকার করেছে। তাই বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশগ্রহণের রাজনৈতিক ভিত্তি তাইওয়ানের নেই।

মুখপাত্র বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় এবং জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংশ্লিষ্ট নিয়ম মেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণ সম্ভব না।

লিলি/তৌহিদ/শুয়ে