পঁচিশে বৈশাখ, ১৬১তম রবীন্দ্রজয়ন্তী আজ
2022-05-08 18:29:27

ঢাকা, মে : আজ পঁচিশে বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী। বাঙালির মহত্তম মনীষা বিশ্বকবি রবী্ন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের দিনে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তাঁর জন্ম।

রবীন্দ্রনাথের শিখরস্পর্শী প্রতিভার দ্যুতিতে উদ্ভাসিত বাংলা সাহিত্যের প্রতিটি শাখা। কবিতা, গান, নাটক, উপন্যাস, প্রবন্ধ, শিশুতোষ রচনা- এমনকি পত্রসাহিত্য পর্যন্ত কবির হাতে পূর্ণতা পেয়েছে। চিত্রকলায়ও অসামান্য অবদান রেখেছেন ক্ষণজন্মা মহাপুরুষ। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য প্রথম -ইউরোপীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ।

৮০ বছরের দীর্ঘ জীবনে শুধু সাহিত্য রচনাতেই সীমাবদ্ধ ছিলেন না রবীন্দ্রনাথ। ছিলেন বাঙালির এক মহান কর্মবীরও। শিক্ষাদার্শনিক হিসেবে শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেছেন আশ্রম বিদ্যালয়, বিশ্বভারতী শ্রীনিকেতন। প্রজাহিতৈষী হিসেবে তৎকালীন পূর্ববাংলার শিলাইদহ, শাহজাদপুর, পতিসরে শিক্ষা, কৃষিউন্নয়ন সমবায়ে নিয়েছেন বহুবিধ উদ্যোগ। মহাজনদের হাত থেকে প্রজাদের  রক্ষায় ১৯০৫ সালে নওগাঁর কালিগ্রামে প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম কৃষিব্যাংক।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান, তাঁর সাহিত্যকর্ম প্রেরণা যুগিয়েছে। সুখ-দুঃখ, আনন্দ-বেদনায়, সংকটে-সংগ্রামে রবীন্দ্রনাথ আজও আমাদের দিশারি, থাকবেন চিরদিন!

হাশিম/শান্তা