পরমাণু আলোচনা এগিয়ে নিতে ইইউ’র সমন্বয়কারীরা ইরান সফর করবেন
2022-05-08 18:27:46

মে ৮: ইরানের সুপ্রিম জাতীয় নিরাপত্তা কমিটির বার্তাসংস্থা গতকাল (শনিবার) জানায়, ইইউ’র সমন্বয়কারী এনরিক মোরা ১০মে ইরানে সফর করে ইরানের পারমাণবিক ইস্যুতে ব্যাপক চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নেবেন।

জানা গেছে, ইরান সম্প্রতি পারমাণবিক চুক্তির অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং লিখিত তথ্য বিনিময়ের বিষয়ে অব্যাহত আলোচনা করেছে।

যুক্তরাষ্ট্র-ইরান বিনিময়ে ইইউ’র ভূমিকার পরিপ্রেক্ষিতে, মোরার সফরকে সার্বিক পরমাণু আলোচনার গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে। যাকে এ খাতে গঠনমূলক পরামর্শের একটি নতুন পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে।

 

ইইউ’র বৈদেশিক বিষয় ও নিরাপত্তা-নীতি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি বোরেল গতকাল এক সাক্ষাত্কারে বলেন, ইইউ ইরানের পারমাণবিক আলোচনার ‘অচলাবস্থা’ ভাঙতে জোর চেষ্টা চালাচ্ছে। তিনি আশা করেন, মোরা ইরান সফর করবেন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)