সার্বিয়ান ও চীনা কর্মকর্তারা যুগোস্লাভিয়ায় চীনা দূতাবাসের বোমা হামলায় নিহত শহীদদের প্রতি শোক জানিয়েছেন
2022-05-08 17:12:55

মে ৮: সার্বিয়ার সরকারি কর্মকর্তা ও সার্বিয়ায় চীনা দূতাবাসের কর্মীরা গতকাল (শনিবার) যুগোস্লাভিয়ায় চীনা দূতাবাসের পুরানো স্থানে যান। তারা ১৯৯৯ সালে দূতাবাসে বোমা হামলায় নিহত তিনজন শহীদ- শাও ইউন হুয়ান, সুই শিংহু এবং চু ইনের প্রতি শ্রদ্ধা জানান।

সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উ লিন বলেন, আজ আমরা ২৩ বছর আগে মারা যাওয়া সেই চীনা সাংবাদিকদের জন্য শোক জানাতে এসেছি। সার্বিয়া আমাদের চীনা বন্ধুদের আত্মত্যাগের কথা কখনও ভুলবে না। আমরা প্রতি বসন্তে তাদের শোক জানাতে এখানে আসি। তারা সবচেয়ে কঠিন মুহূর্তে সার্বিয়ার পাশে দাঁড়িয়েছিল, শোক-দুঃখ ভাগ করে নিয়েছিল এবং তাদের মূল্যবান জীবন উত্সর্গ করেছিল। আমরা সবসময় তাদের মনে করি।

উ লিন আরও বলেন, আমরা কখনোই ন্যাটোর বর্বরতার কথা ভুলবো না; যা যুগোস্লাভিয়া ও সার্বিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছিল এবং আন্তর্জাতিক আইন নৃশংসভাবে পদদলন করেছিল। (লিলি/তৌহিদ/শুয়েই)