নেপালের মাউন্টেন গাইড ২৬তম ছুমোলোংমা শৃঙ্গের চূড়ায় উঠে নিজের রেকর্ড ভেঙেছেন
2022-05-08 18:42:58

মে ৮: নেপালের শেরপা মাউন্টেন গাইড কেমি রিতা শেরপা গতকাল (শনিবার) ২৬তম বার নেপালের দিক থেকে হিমালয় পর্বতমালায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ স্থান ছুমোলোংমা শৃঙ্গে আরোহণ করেন। এর মাধ্যমে হিমালয় পর্বতমালার চূড়ায় ওঠার ক্ষেত্রে তার নিজের বিশ্ব রেকর্ডটি ভেঙ্গে ফেলেন কেমি।

 

এ দফায় পর্বতারোহণ কর্মসূচির আয়োজক নেপালের একটি কোম্পানি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে যে, দলের ১১জন শেরপা ছুমোলোংমা শৃঙ্গে আরোহণ করেছে।

কেমি ১৯৯৪ সালের মে মাসে প্রথম ছুমোলোংমা শৃঙ্গে আরোহণ করেছিলেন।

(জিনিয়া/তৌহিদ)