কোভিড-১৯ টিকার সঙ্গে অজানা ইটিওলজির শৈশব হেপাটাইটিস যুক্ত করার কোনও প্রমাণ পাওয়া যায়নি
2022-05-08 16:19:40

মে ৮: শুক্রবার ব্রিটেনের স্বাস্থ্য ও নিরাপত্তা এজেন্সি এক বিজ্ঞপ্তিতে জানায় যে, ব্রিটেনে শিশুদের অজানা ইটিওলজির তীব্র হেপাটাইটিসের আক্রান্ত মোট ১৬৩টি রোগী পাওয়া গেছে। এখন পর্যন্ত এর সঙ্গে কোভিড-১৯ রোগ বা কোভিড ১৯ রোগের টিকা নেওয়ার সংশ্লিষ্টতার কোনও প্রমাণ পাওয়া যায় নি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ব্রিটেনে নতুন করে অজানা ইটিওলজি হেপাটাইটিসে আক্রান্ত রোগী পাওয়া গেছে এবং তাদের মধ্যে ১১জনের লিভার প্রতিস্থাপন করা হয়। এখন পর্যন্ত কোনো রোগী মারা যায়নি।

এজেন্সিটি জানায়, এসব রোগী প্রধানত ৫ বছর বয়সের কম শিশু এবং তারা কম বয়সের কারণে কোভিড-১৯ টিকা পায় নি। তা ছাড়া, তদন্ত থেকে দেখা যায়, এসব রোগীর অ্যাডেনোভাইরাসে আক্রান্তের রেকর্ড রয়েছে। আগে সুস্থ শিশুদের অ্যাডেনোভাইরাস সংক্রমণের পরে হেপাটাইটিসে আক্রান্ত হওয়া অস্বাভাবিক ছিল। তাই, কর্তৃপক্ষ এই রোগের সম্ভাব্য কারণ অনুসন্ধান করছে।

স্বাস্থ্য ও নিরাপত্তা এজেন্সি জোর দিয়ে বলেছে, সঠিক নিয়মে হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলা অ্যাডেনোভাইরাসসহ অন্যান্য সাধারণ সংক্রমণ রোধে সাহায্য করতে পারে।

(লিলি/তৌহিদ/শুয়ে)