রবীন্দ্রজয়ন্তী উদযাপনে নানা আয়োজন
2022-05-08 18:31:30

ঢাকা, মে ৮: বাংলাদেশে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষ নানা আয়োজনে উদযাপন করছে ১৬১তম রবীন্দ্রজয়ন্তী। এবার দিনটি উদযাপিত হচ্ছে ‘মানবতার সংকট ও রবীন্দ্রনাথ’প্রতিপাদ্যে।

করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পর এবার জাতীয় পর্যায়ে রবীন্দ্রজয়ন্তীর বড় অনুষ্ঠানটি হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়ীতে। সেখানে বেলা আড়াইটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ ছাড়া ঢাকাসহ কবির স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর, খুলনার দক্ষিণ ডিহিতে নানা অনুষ্ঠানে স্মরণ করা হচ্ছে বিশ্বকবিকে।

ছায়ানট রবীন্দ্রজয়ন্তীতে তিনদিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এ ছাড়া, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানে স্মরণ করছে বিশ্বকবিকে। বেতার-টিভি সম্প্রচার করছে  অনুষ্ঠানমালা।

হাশিম/শান্তা