সাবেক প্রেসিডেন্ট লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন
2022-05-08 17:52:58

মে ৮: গতকাল (শনিবার) ব্রাজিলের ওয়ার্কার্স পার্টির নেতা ও সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা আগামী অক্টোবরে অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা করেছেন। তিনি এদিন সাও পাওলো শহরে অনুষ্ঠিত এক রাজনৈতিক সভায় একথা ঘোষণা করেন তিনি।

তিনি বক্তৃতায় বলেন, যদি তিনি সফলভাবে নির্বাচিত হন, তাহলে তিনি দেশে খাদ্য সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তিনি লাতিন আমেরিকা অঞ্চলের সহযোগিতা-ব্যবস্থা জোরদার করবেন, ব্রিক্স দেশের সহযোগিতা সম্প্রসারণ করবেন এবং বিশ্ব পরিচালনার নতুন কাঠামো গঠনের চেষ্টা করবেন।

৭৬ বছর বয়সী লুলা ১৯৮০ সালে ওয়ার্কার্স পার্টি প্রতিষ্ঠা করেন। ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর ক্ষমতার সময় ব্রাজিলের আর্থিক বৃদ্ধির হার ছিল ৪.৩ শতাংশ। দেশটি আবারও বিশ্ব অর্থনীতির প্রথম দশে স্থান পায়।

এ ছাড়া লুলা ‘শূন্য ক্ষুধা’ ও ‘পারিবারিক ভর্তুকিসহ’ বিভিন্ন পরিকল্পনা চালু করেন। এর ফলে ব্রাজিলের দরিদ্র জনসংধ্যা অর্ধেক কমে যায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)