রবীন্দ্রজয়ন্তীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
2022-05-08 18:30:38

ঢাকা, মে ৮: বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬১তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে রবীন্দ্রনাথ ছিলেন এ অঞ্চলের জনগণের প্রেরণা শক্তি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, শাশ্বত বাংলার মানুষের দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা, তাদের সকল অনুভব বিশ্বস্ততার সঙ্গে উঠে এসেছে রবীন্দ্রসাহিত্যে। আমাদের মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার উৎস। বাঙালির অস্তিত্ব ও চেতনার সঙ্গে তিনি মিশে আছেন ওতপ্রোতভাবে। রবীন্দ্রনাথের জীবনাদর্শ ও সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চনামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চিরদিন বাঙালিকে অনুপ্রাণিত করবে বলে বাণীতে উল্লেখ করেন শেখ হাসিনা।

হাশিম/শান্তা