চীনা শান্তিরক্ষী বাহিনীর প্রশংসা করেছেন লেবাননে নিযুক্ত জাতিসংঘ বাহিনীর প্রধান
2022-05-07 18:32:30

মে ৭: গত বৃহস্পতিবার লেবাননে নিযুক্ত জাতিসংঘের অস্থায়ী বাহিনীর কমান্ডার আরল্ডো লাজারো চীনের শান্তিরক্ষী বাহিনীর কাজের ভূয়সী প্রশংসা করেছেন।

এদিন তিনি লেবাননে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছিয়ান মিনের সঙ্গে ভিডিও সাক্ষাত্কারে এই প্রশংসা করেন। তিনি দীর্ঘসময় ধরে শান্তিরক্ষার কাজে চীনের অবদানের স্বীকৃতি দেন।

জানা গেছে, লাজানো গত ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে লেবাননে জাতিসংঘ বাহিনীর কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন। চীনা রাষ্ট্রদূত ছিয়ান মিন লাজারোর কাছে চীনের উত্থাপিত বিশ্বের নিরাপত্তা প্রস্তাব এবং জাতিসংঘ শান্তিরক্ষী কাজে চীনের অবস্থান ও অবদান অবহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, চীন অব্যাহতভাবে লেবাননে জাতিসংঘ বাহিনীকে সমর্থন দিয়ে যাবে।

 

২০০৬ সাল থেকে লেবাননে চীনের শান্তিরক্ষী বাহিনী পাঠানো শুরু হয়। এখন পর্যন্ত চীন মোট সাত সহস্রাধিক সেনা লেবাননে পাঠিয়েছে। ১৬ বছরে চীনের শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের বিভিন্ন নির্দেশনা সম্পন্ন করেছে, লেবাননের দক্ষিণাঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)